জিএসকে- ফ্র্রেন্ডশীপ এর আয়োজনে এবং রাজিবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এম হেল্থ প্রজেক্ট এর প্রোগ্রাম শেয়ারিং মেটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। ওই প্রোগ্রাম শেয়ারিং মিটি্-ংএ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। তিনি বলেন,ফ্রেন্ডশীপ চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘ দিন থেকে সুনাম বয়ে আসছে। যেহেতু ফ্রেন্ডশীপ চরের মানুষের জন্য কাজ করে, সেহেতু চর রাজিবপুর বাসীর জন্য তাদেও চিকিৎসা সেবার জাহাজটি চর রাজিবপুর উপজেলায় রেখে সেবা দিলে ভালো হত। চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান বলেন,ফ্রেন্ডশীপের জাহাজটি চিলমারীর চর থেকে স্থানান্তর করে চর রাজিবপুর থেকে সেবা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান। শেয়ারিং মিটিং-এ এ ছাড়া বক্তব্য রাখে চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই সরকার, রাজিবপুর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার মো: দেলোয়ার হোসেন,ফ্রেন্ডশীপের সিনিয়র প্রজেক্ট কোর্ডিনেটর আলী আব্দুল্লাহ, সহকারি ম্যানেজার স্বপন বর্মণ ফ্রেন্ডশীপ, রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল,মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি কুদ্দস বিশ্বাস প্রমুখ। প্রোগ্রামটি সঞ্চালন করেন আমিরুল ইসলাম সিনিয়র এমআইএস অফিসার। এম হেল্থ প্রজেক্ট একটি তথ্য যান্ত্রিক সেবা। সে কারণে চর এলাকার মানুষের দোড় গোড়ায় সেবা পৌছেঁ দেয়াই ফ্রেন্ডশীপের লক্ষ্য।