নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ও সাবেক এমপি’র ছেলে সহ বিভিন্ন অভিযোগে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাকৃত ১১ আসামীকে গ্রেফতার করেছে।
এরা হচ্ছে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের দুলাল হোসেন মনিরের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাউছার আহমেদ প্রকাশ জুয়েল, ছাতারপাইয়া ইাউনিয়নের বিরাহিমপুর গ্রামের আবুল হাশেমের ছেলে মোঃ বাহার, তার ভাই মোঃ ইউসুফ, কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে সাইফ উদ্দিন প্রকাশ বিপ্লব, বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে আবুল হোসেন, সেনবাগ আসনের আওয়ামীলী দলীয় সাবেক এমপি মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে কবির আহম্মদ, একই গ্রামের আবুল বাশারের ছেলে রুহুল আমিন ও তার ভাই মোঃ ইয়াছিন ,একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মোঃ খোকন, ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামের বজলের রহমানের ছেলে আবুল হাশেম ও নোয়াখালী সদরের পশ্চিম মাইজদীর আবুল কালামের ছেলে মোঃ শুভ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেনবাগ থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।