নোয়াখালীর সেনবাগে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ওয়েলফেয়ার ব্লাড এ- সোশ্যাল ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তি মঙ্গলবার বিকেলে উপজেলার সেবারহাট কাবাব হাউজে অনুষ্ঠিত হয়েছে।
ওয়েলফেয়ার ব্লাড এ- সোশ্যাল ফাউন্ডেশনের সভাপতি রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এবংসেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এ টিভির সম্বনয়ক হাসান মঞ্জুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরই বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মাসুদ, ব্যবসায়ী আবুল খায়ের ,আনোয়ার বাহার, সেনবাগ বুলেটিনের সম্পাদক নিজাম উদ্দিন খন্দকারসহ আরো অনেকে। অনুষ্ঠানে শেষাংশে কেক কাটে জন্মদিন উদযাপন করেন অতিথিবৃন্দ।