সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ ও কয়রা উপজেলা সুন্দরবন মৎস্যজীবি সমিতির আয়োজনে বিষমুক্ত সুন্দরবন গড়ার লক্ষে এক মত বিনিময় সভা গত মঙ্গলবার সকাল ১০ টায় কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশন সংলগ্ন সুতিবাজার চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সালেহের সভাপতিত্বে ও সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক রিয়াছাদ আলী’র পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা, সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাস, কয়রা থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ খান, কয়রা সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এইচ,এম হুমায়ুন কবির, কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহরাম, রেঞ্জ সহকারী সুলতান মাহমুদ হাওলাদার, শাহানসা নওশাদ, বানিয়াখালি ষ্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান, নলিয়ান ষ্টেশন কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক মনিরুজ্জামান মনু, মৎস্য ব্যবসায়ী আবু সাঈদ, খোদা বকস গাইন, জামাল মোড়ল, আনারুল ইসলাম, নুর হোসেন, আবু মুছা, মিন্টু প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুন্দরবনের ওপর নির্ভরশীল বিপুল সংখ্যক মৎস্য ব্যবসায়ী, জেলে, বাওয়ালী ও স্থানীয় জন সাধারন উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা শেষে সুন্দরবনে ব্যবহৃত অবৈধ ভেষাল জাল পুড়িয়ে ধবংস কর হয়। এরপর অতিথিরা কাশিয়াবাদ স্টেশনে বিভিন্ন প্রজতির গাছের চারা রোপন করেন।