গাছের অপর নাম জীবন। গাছ একটি মূল্যবান সম্পদ। গাছের উপকারের কথা বলে শেষ করা যাবে না। তাই কয়রার প্রত্যেক মানুষকে অন্তত ৫ টি করে লাগাতে হবে। গত মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রায় মহারাজপুর গ্রামের বঙ্গবন্ধু যুব পরিষদ ও মহারাজপুর ইয়ংস্টার ক্লাব আয়োজিত পবিত্র কোরআন শরীফ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু। ক্লাবের সভাপতি মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহররম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা, কয়রা থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন, সরেজমিন কৃষি গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশীদ ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদক এসএম সাইফুল্লাহ আল মামুন। এতে বক্তব্য রাখেন খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক এস এম হারুন অর রশীদ, বঙ্গবন্ধু যুব পরিষদের প্রধান উপদেষ্টা প্রভাষক শাহাবাজ আলী, ডিভিশনাল রুপালী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ কো অর্ডিনেটর মোঃ রবিউল ইসলাম, প্যানেল ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি সদস্য শাহাদাত হোসেন, কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, ক্লাবের উপদেষ্টা মোঃ শাহজাহান বাচ্চু, সেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম, প্রজন্মলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন,শামীম প্রমুখ। আলোচনা শেষে মহারাজপুর ইউনিয়নের সকল হাফিজিয়া মাদ্রাসার এতিম হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র র্ক্আোন শরীফ ও সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার জন্য গাছের চারা বিতরণ করা হয়।