পাটকেলঘাটায় বর্ণাড্য আয়োজনে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ১৭৮ তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট ) সকাল ১১ টায় ‘‘সবার জন্য সবসময়” শ্লোগান নিয়ে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ১৭৮ তম শাখা পাটকেলঘাটার হোসেন মার্কেটের সামনে শোভা প্লাজায় উদ্বোধন করা হয়। পাটকেলঘাটা শাখার ম্যানেজার এফএভিপি মোঃ জাফর ইকবালের সভাপতিত্ব ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মাদ আলী, তালা উপজেলা আ.লীগের সভাপতি নুরুল ইসলাম, তালা-পাটকেলঘাটার সার্কেল এসপি হুমায়ুন কবির, ব্যাংকের প্রধান কার্যালয়ের এসভিপি নজরুল ইসলাম, খুলনা জোনাল অফিসের ম্যানেজার আবদুর রশিদ, পাটকেলঘাটা থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, তালা মহিলা কলেজের অধ্যক্ষ জেলা বাকশিসের সভাপতি আবদুর রহমান, বেসরকারী সংস্থার সাস এর পরিচালক ইমান আলী প্রমূখ। ওই অনুষ্ঠানে অত্র এলাকার শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচলানা করেন পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদরাসার শিক্ষক মাওঃ রেজাউল করিম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার সেকেন্ড কর্মকর্তা শাকিল আহম্মেদ।