সার কিনতে গিয়ে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ইউরিয়া সারে দেড়’শ টাকা নেয়ায় প্রতিবাদ করায় এক সাব ডিলার ও তার বাহিনী এক কৃষককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলী বাঘিয়া মোড় বাজারে। এর প্রতিকার চেয়ে গত সোমবার স্থানীয় আহত কৃষক মোঃ খোরশেদ আলম সহ ১৮ জন কৃষকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসারের কাছে দাখিল করেছে।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলী বাঘিয়া এলাকার সাব ডিলার মোঃ রফিক দীর্ঘ দিন যাবৎ সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করে আসছে বলে ব্যাপক অভিযোগ ছিল। গত কয়েক দিন আগে স্থানীয় কৃষক খোরশেদ আলম তার দোকান থেকে এক বস্তা ইউরিয়া সার কিনতে গেলে সরকার নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে সে ৯৫০ টাকা দাবি করে। খোরশেদ বাড়তি দাম দিতে অস্বীকৃতি জানালে বাক বিতন্ডার একপর্যায়ে সাব ডিলার রফিক ও তার লোকজন খোরশেদকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে এবং সে বাড়তি দামেই সার নিয়ে বাড়ি চলে যায়। এ নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করলেও রফিক ও তার বাহিনীর ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তাছাড়া যে পুরাতন কেজি পাথর (বাটখারা) দিয়ে সে খুচরা ক্রেতাদের কাছে বিভিন্ন ধরণের সার বিক্রি করে ওজনে কম দিয়ে ক্রেতাদের সাথে প্রতারনা করছে বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বিভিন্ন অভিযোগ এড়িয়ে গিয়ে কৌশলে সাব ডিলার মোঃ রফিক বলেন, আমার দোকানে খোরশেদ বাকিতে সার ক্রয় করতে চাইলে আমি বাকিতে সার দিতে পারবো না বলে জানিয়ে দিলে সে চলে যায়। এ ছাড়া তার সাথে আমার অন্য কোন কথা হয়নি। পরবর্তীতে জানতে পারলাম খোরশেদ অন্য দোকান থেকে সার ক্রয় করেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, সরকার নির্ধারিত ৮০০ টাকার অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রির কোনো সুযোগ নেই। অভিযোগটি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই সাব ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের উপর ডিলারদের নজরদারী করার জন্য নিয়ম থাকলেও তা মানা হচ্ছেনা। ফলে সার ডিলাররা তাদের ইচ্ছামতো কৃষকদের নিকট থেকে বাড়তি মূল্য আদায় করছে।