আশাশুনি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহারকে বদলী করা হলেও তিনি দায়িত্ব হস্তান্তর না করায় শিক্ষা অফিস ও শিক্ষকদের স্বাভাবিক কর্মকা-ে স্বাভাবিকতা বিঘিœত হচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা নির্দিষ্ট সময়ে উঠবে কিনা এনিয়ে অনিশ্চয়তার আভাস পাওয়া যাচ্ছে। বদলীর আদেশের পরও কেন এমন লুকোচুরি ও স্টেশন ছেড়ে বাইরে ছুটোছুটি? -এমন প্রশ্ন অফিস পাড়াসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে জানাগেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার মহা পরিচালক ৩০ জুলাই এক পত্রে তাকে (শামসুন্নাহার) গোপালগঞ্জের কোটালিপাড়ায় বদলি আদেশ করেন। আবার ১ আগস্ট পৃথক পত্রে তাকে পূর্বের আদেশ বাতিল করে মাগুরা জেলার শালিখা উপজেলায় বদলী আদেশ করেন। একই পত্রে তাকে ৭ আগষ্টের মধ্যে দায়িত্ব হস্তান্তরের আদেশ করা হয়। দায়িত্ব হস্তান্তর না করা হলে ৮ আগস্ট তিনি স্ট্যান্ডরিলিজ হিসাবে গন্য হবেন বলে পত্রে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনেছেন এমন কোন নজির উপজেলা শিক্ষা অফিসে পাওয়া যায়নি। বরং তিনি দায়িত্ব হস্তান্তর না করে স্টেশনে কোন কাজও না করে ঘোর দৌড়ের ন্যায় ছুটে বেড়িয়েছেন; এমনটির নজির সকলের নজরে এসেছে। পত্রানুযায়ী ট্রানজিটসহ মাগুরার শালিখায় সর্বশেষ যোগদানের সময়সীমা ছিল ১৮ আগস্ট পর্যন্ত। সেটিও পালন করা হয়নি। বরং এ সময় তাকে হঠাৎ করে আশাশুনিতে আসতে দেখা গেছে, তার দপ্তরে ঢুকতে দেখা না গেলেও আবার উধাও হতে দেখা গেছে। তবে শোনাগেছে, তিনি ২৬ আগস্ট বিকাল ৫ টার দিকে শিক্ষা অফিসারের কার্যালয়ে ঢুকে একা একা আর্টিকেল ৪৭ এ দায়িত্ব অর্পনের ঘরে স্বাক্ষর করে কিছুক্ষণের মধ্যে চলে যান। কিন্তু যার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে তাকে জানানো হয়নি বা তার স্বাক্ষরও নেওয়া হয়নি। প্রায় অবিকল এমন ঘটনা আগেও এরকবার তিনি ঘটিয়েছিলেন। ২০১৭ সালে একই ভাবে বদলী আদেশ হলেও নির্দিষ্ট সময়ে দায়িত্ব হস্তান্তর না করে শিক্ষকসহ অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলেছিলেন। শিক্ষা বিভাগে নেমে এসেছিল অব্যবস্থাপনা।
এদিকে জেলার সকল উপজেলায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের বিল হিসাব রক্ষণ অফিসে জাম দেওয়া হলেও আশাশুনির ক্ষেত্রে সেটি এখনো করা হয়নি। সাধারণত ২৫/২৬ তারিখের মধ্যে বিল জমা দেওয়া হয়ে থাকে। তার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা নির্দিশষ্ট সময়ে উঠবে কিনা তা নিয়ে শিক্ষক-কর্মচারীরা হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন। তাছাড়া অফিসিয়াল তথ্য ও কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ও অর্ধস্তনদের কাছে আদান প্রদানেও দেখা দিয়েছে স্থবিরতা। সবমিলে আশাশুনির প্রাথমিক শিক্ষা দপ্তরে বর্তমানে অস্থিরতা, অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট সকলে।