রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর ভিসি অধ্যাপক ডা. মাসুম হাবিবের স্বেচ্ছাচারিতায় অধিভুক্ত তিনটি বেসরকারী নার্সিং কলেজের ৬০টি আসন বৃদ্ধির অনুমোদন পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজ ও রংপুর কমিউনিটি নার্সিং কলেজে ১৫টি করে ৩০টি এবং রাজশাহী ইসলামি ব্যাংক নার্সিং কলেজের ৩০টি আসন বৃদ্ধির ক্ষেত্রে গুরুতর নিয়ম লংঘনের পৃথক ঘটনা ঘটেছে।
উত্থাপিত অভিযোগ মতে প্রথম দুইটি নার্সিং কলেজকে ছাত্র ভর্তির পর নিয়ম লংঘন করে রামেবি ভিসি আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। আরেকটি কলেজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্বানুুমোদন ছাড়াই রামেবি ভিসি আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। এ নিয়ে পর্দার আড়ালে ভিসির সাথে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের গোপন সমঝোতারও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, নিয়মানুযায়ী আসন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়র অনুমোদন নিবে। এরপর নির্দিষ্ট ফরমপূরণ করে নির্ধারিত ফি’সহ রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করবে। আবেদন প্রাপ্তির পর বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন দল গঠন করবে। পরিদর্শন দল সরেজমিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করে আসন সংখ্যা বৃদ্ধি যৌক্তিক মনে করলে সুপারিশ করবে। পরিদর্শন দলের সুপারিশের আলোকে ভিসি আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ অনুমোদন অথবা নাকোচ করবেন। অর্থাৎ বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ পরিদর্শন ছাড়া যেমন আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দিতে পারবে না, তেমনি বিশ^বিদ্যালয়ের অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
অনুসন্ধান ও কলেজ সূত্রে জানা যায়, বগুড়া টিএমএসএস নার্সিং কলেজ ২০১৮ সালের ২৪ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিএসসি নার্সিং (বেসিক) কোর্সে অতিরিক্ত ১৫টি আসন বৃদ্ধির অনুমোদন নেয়। এরপর নিয়মানুযায়ী রামেবি’র অনুমোদন ছাড়াই ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ওই ১৫টি আসনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির পর গত ১৮ ফেব্রুয়ারি আসন বৃদ্ধির জন্য রামেবিতে আবেদন করে।
সূত্র মতে, রামেবির ভিসি তখন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ রাখেন। কিন্তু পরে ভিসি রহস্যজনকভাবে কোনো পরিদর্শন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ ছাড়াই ‘মুচলেকা’ নিয়ে আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দেন। গত ১৩ জুন টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে চিঠিও দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে সমস্যার সমাধান হয়ে গেছে, তা আর নতুন করে বলে লাভ কি? তবে তিনি বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সৃষ্ট সমস্যার সমাধান করেছেন বলেও স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করার জন্যও অনুরোধ করেন।
অন্যদিকে রংপুর কমিউনিটি নার্সিং কলেজের আসন সংখ্যা বৃদ্ধি অনুমোদনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কলেজ সূত্রে জানা যায়, রংপুর কমিউনিটি নার্সিং কলেজ কর্তৃপক্ষ ২০১৮ সালের ২৭ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিএসসি নার্সিং বেসিক কোর্সে অতিরিক্ত ১০টি এবং পোস্ট বেসিক কোর্সে অতিরিক্ত ৫টি মোট ১৫টি আসন বৃদ্ধির অনুমোদন নেয়। এরপর রামেবির অনুমোদন ছাড়াই অতিরিক্ত ১৫টি আসনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করে এবং গত বছরের ২৬ ডিসেম্বর রামেবিতে আবেদন করে। রামেবির ভিসি তখন এ কলেজের শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশন বন্ধ রাখেন। কিন্তু পরে ভিসি একই কায়দায় আসন সংখ্যা বৃদ্ধিরও অনুমোদন দেন এবং একই তারিখে অধ্যক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মতামতের জন্য রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ খাদিজা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে ইসলামি ব্যাংক নার্সিং কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বিএসসি নার্সিং বেসিক কোর্সে ২৫টি এবং পোস্ট বেসিক কোর্সে ২৫টি মোট ৫০টি আসন বৃদ্ধির জন্য রামেবিতে আবেদন করে। রামেবি ভিসি স্বাস্থ্য মন্ত্রণালয়র পূর্বানুমোদন ছাড়াই বেসিক এবং পোস্ট বেসিক কোর্সে ১৫টি করে ৩০টি আসন বৃদ্ধির অনুমোদন দেন। জানতে চাইলে ইসলামি ব্যাংক নার্সিং কলেজের অধ্যক্ষ মেজর ডালিম বেগম বলেন, তারা নিয়ম মেনেই আসন বৃদ্ধির অনুমোদন নিয়েছেন। এবার আরও আসন বৃদ্ধির জন্য আবেদন করবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রামেবির ভিসি অধ্যাপক ডা. মাসুম হাবিব বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট থেকে নিয়মানুযায়ী জরিমানা আদায়ের পর আসন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।’
তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ‘পরিদর্শন ও জরিমানা ছাড়াই তিনশ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ভিসি আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছেন।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া শিক্ষার্থী ভর্তির অপরাধে ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামি ব্যাংক মেডিকেল কলেজকে ১ কোটি এবং শাহ্ মখদুম মেডিকেল কলেজ থেকে ২৫ লাখ টাকা জরিমানা আদায় করেছিল।