ময়মনসিংহের গফরগাঁওয়ে দূর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের বিপরীতে বরাদ্দকৃত অর্থায়নে উপজেলার হাতিখলা উচ্চ বিদ্যালয়ে আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বির্তক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষাক মোঃ আব্দুছ সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম. এহছান, অ্যাডভোকেট উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার, বিদ্যলয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।