সাতক্ষীরার কলারোয়ায় ১৫০গ্রাম গাজাসহ স্বামী-স্ত্রী কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে-সোমবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর -উল-গীয়াস জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ ইসরাফিল হোসেন, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোস্তাক আহম্মেদ, এএসআই মোঃ আসাবুর রহমানসহ সংগীয় ফোর্সের সহযোগিতায় ১৫০গ্রাম গাজাসহ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইসলাম মোড়লের ছেলে ইছাহক মোড়ল (৪০) ও তার স্ত্রী হাসিনা খাতুন (৩৫) কে হাতে নাতে আটক করেন। উল্লেখ্য-ইছাহক মোড়লের গ্রামের বাড়ী দামুদারকাটি। সে রঘুনাথপুর গ্রামে শ^শুর নিছার আলী দফাদারের বাড়ীতে থেকে এ ব্যবসা করে আসছিলো বলে থানা পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।