সাতক্ষীরার কলারোয়ায় ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম মনি (৪২)নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার কাঁদপুর গ্রামের নুরুল হকের ছেলে। মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর -উল-গীয়াস জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ ইসরাফিল হোসেন, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোস্তাক আহম্মেদ, এএসআই মোঃ আসাবুর রহমানসহ সংগীয় ফোর্সের সহযোগিতায় ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওই ব্যক্তিকে কাঁদপুর গ্রাম থেকে সোমবার রাতে আটক করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।