সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় বসবাসকারী জনগনের মাঝে গন সচেতনতা বৃদ্ধির লক্ষে সীমান্ত অপরাধ, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং সেবনের কূফল সম্মন্ধে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পতœীতলা ১৪ব্যাটালিয়ান বিজিবির উদ্যোগে উপজেলার খঞ্জনপুর ক্যাম্পের আয়োজনে মঙ্গলবার বিকেলে সীমান্তের মরাডাঙ্গা ময়না কুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪বিজিবি অধিনায়ক কর্নেল জাহিদ হাসান পি বি জি এম জি+। বিশেষ অতিথি হিসেবে জনগনের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপ-অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান, মেডিক্যাল কর্মকর্তা মেজর আমম্মেদ নিবরাজ, খঞ্জনপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো: মোজাম্মেল হোসেন, শিরন্টি ইউপি প্যানেল চেয়ারম্যান মো: জিল্লুর রহমান প্রমুখ। এ সময় সীমান্ত এলাকার বিপুল সংখ্যক জনগন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।