নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির মিটিং গত সাত মাস থেকে বন্ধ রয়েছে। ফলে বন্ধ রয়েছে উপজেলার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। অচলাবস্থার সৃষ্টি হয়েছে এই জরুরী শিক্ষা কার্যক্রমে। ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার কোমলমতি শিশুর শিক্ষাজীবন। এনিয়ে অভিভাবকেরা আতঙ্ক প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং উপজেলা চেয়ারম্যান।
মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন জানান, পদাধিকার বলে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি। কিন্তু নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের চার মাস পরেও এসংক্রান্ত কোন সভা অনুষ্ঠিত হয়নি। ফলে এসংক্রান্ত কোন বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম জানান, সাত মাস আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির মেয়াদ শেষ হয়। বিধি অনুযায়ী কমিটি পূণ:র্গঠনের জন্য প্রয়োজনীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক এবং একজন সভাপতি অনুমোদন দানের জন্য ৩ জন করে মোট ৯ জনের নামের একটি তালিকা জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো হয় এবছর ২৬ জানুয়ারী। কিন্তু গত সাত মাসেও তা অনুমোদন হয়ে আসেনি। ফলে কমিটির মিটিংও করা সম্ভব হয়নি।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ আকতার জানান, কমিটির চুড়ান্ত অনুমোদনের জন্য তা জেলা প্রশাসকের শিক্ষা ও আইসিটি বিভাগে পাঠানো হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও সেটি কেন অনুমোদন হয়নি তা তিনি জানাতে পারেননি।
নওগাঁ জেলা প্রশাসকের শিক্ষা ও আইসিটি বিভাগের প্রধান সহকারী এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে, বিষয়টি কি অবস্থায় রয়েছে তা জানাতে তিনি ব্যর্থ হন।