দেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বিনিয়োগ উন্নয়ন বোর্ড উপ-সচিব মোঃ সাইফুল ইসলাম ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।