কচুয়ায় নবাগত জেলা প্রশাসক সরকারের উন্নয়ন প্রকল্প সমুহে সচ্চতা,জবাবদিহিতা নিশ্চিতকরন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি সকল বিভাগের কর্মকর্তা ও সুধিজনদের সংগে মতবিনিময় এবং মাদক,সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ,ডেঙ্গু প্রতিরোধে উপজেলার সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইমাম ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সচেতনতা মুলক মতবিনিময় সভা গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক বাগেরহাট মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়রম্যান নাজমা সরোয়ার,অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,অফির্সাস ইন চার্য কচুয়া থানা সেখ শফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বেলফার হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী,মুক্তিযোদ্ধা ডেপুটি কমামান্ডার শিকদার হাবিবুর রহমান,বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন,ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,প্রেসক্লাব সভাপতি খোন্দ্কার নিয়াজ ইকবাল,সহকারি প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান,প্রধান শিক্ষক সুপার্থ কুমার মন্ডল, প্রধান শিক্ষক মোঃ বদিবুজ্জামান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।
এছারা নবাগত জেলাপ্রশাসক মহোদয় কচুয়া উপজেলা নির্বহী কর্মকর্তার অফিস, কচুয়া ভুমি অফিস, রাড়িপাড়া ইউনিয়ন ভুমি অফিস ও প্রতাপপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।