ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জেলায় অরো ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ও আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত রংপুর, গাইবান্ধা, ঝিনাইদ ও টাঙ্গাইলে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ: মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারী রোগী মারা গেছে। সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী। গত ২৬ আগস্ট প্রচন্ড জ্বর নিয়ে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। সুুফিয়া বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত জানান, সোমবার সকালে সুফিয়া বেগম জ¦র মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর জানা যায় রক্তের প্লাটিলেট ১লাখ ৮০ হাজার এবং পিসিভি ৩৬ এবং এনএস-১পজেটিভ। এরপর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটের দিকে বাথরুমে গিয়ে হঠাত বেশি অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে পরিবারের লোকজন হাসপাতালের বেডে শুয়ে দিলে সেখানেই সে মারা যায়।
রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মাহতাব নামে (২৪ ) এক যুবকের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টায় হঠাৎ খিঁচুনি ও শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলেও রাত ২টার দিকে মারা যান মাহাতাব।
হয়। নিহত মাহাতাব দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা। রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইদুজ্জামান রিবেল ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম মনির (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ডেঙ্গু রোগে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়ে কোন উন্নতি না হলে সোমবার পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিয়ে আসে এবং সেদিনই রাত ১১টার দিকে চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে এম. এ করিম বহুমুখী উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সুমন মারা গেছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সে মারা যায়। সুমন আটিয়া ইউনিয়নের হিংগানগর গ্রামের সত্য রঞ্জনের ছেলে। আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক মৃত্যুর খরব নিশ্চিত করেন।