নাটোরের বড়াইগ্রামে পুকুরে কীটনাশক দিয়ে প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বত্তরা। সোমবার রাতের যে কোন সময় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস উল আলমের পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও ইউএনও আনোয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য জানান, কুমরুল গ্রামে নিজ বাড়ি সংলগ্ন পৈত্রিক সূত্রে প্রাপ্ত সাড়ে ছয় বিঘা জলকরের একটি পুকুরে তিনি ও তার ছোট ভাই মিলে মাছ চাষ করেন। সোমবার রাতে কে বা কারা শত্রুতাঃবশত তার পুকুরে বিষাক্ত ট্যাবলেট দেয়। সকালে ঘুম থেকে উঠে তারা প্রায় সব মাছ মরে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এতে কমপক্ষে ১২ লাখ টাকার মাছ মরে গেছে বলে তিনি জানান। ব্যাক্তিগত বা মেম্বার হিসাবে পেশাগত বিরোধ থেকে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক তারেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলেই দায়ীদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।