দেবহাটা থানা পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি (অপারেশন এ- ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম বিপিএম। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এডিশনাল ডিআইজি (অপারেশন এ- ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম বিপিএম দেবহাটা থানা ইন্সপেকশনের জন্য আসলে দেবহাটা থানার পক্ষ থেকে কালীগঞ্জ সার্কেল এসপি জামিরুল ইসলাম জামি ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম (বার) কেও থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে এডিশনাল ডিআইজি (অপারেশন এ- ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম বিপিএম দেবহাটা সার্কেল অফিস ও দেবহাটা থানা ইন্সপেকশন করেন। এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম (বার), কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী উপস্থিত ছিলেন। বিকালে তিনি দেবহাটা থেকে সাতক্ষীরার উদ্দ্যেশ্যে রওনা হন।