লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন(৬৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার(২৭ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার নামুড়ি কদমতলা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব হোসেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি পেশায় স্থানীয় ভুমি সার্ভেয়ার।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটর সাইকেল যোগে বাইপাস সড়ক হয়ে মহিষখোচার দিকে যাচ্ছিলেন ভুমি সার্ভেয়ার সোহরাব হোসেন। এ সময় নামুড়ি কদমতলা চৌরাস্তা মোড়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ের সময় বুড়িমারী গামি একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী সোহরাব হোসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়। পওে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। চালক পালালেও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। সড়কে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।