পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজান বনকে দাবানল থেকে রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় নগরীর সার্কিট হাউজের সামনে শিশু সংগঠন লাল সবুজ সোসাইটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালীণ সময়ে সংগঠনের সভাপতি তাহসিন উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন তানভির আহমেদ, রিনা আক্তার প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।