তরুণ ও কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক গণশুনানী মঙ্গলবার দিনব্যাপী নগরীর হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিটি তারুণ্যের কন্ঠস্বরের আয়োজনে ও নারীপক্ষ অধিকারের সহযোগীতায় গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান, বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শোহেব ফারুক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক ফসিউল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারুণ্যের কন্ঠস্বর বিভাগীয় সমন্বয়কারী শাকিলা ইসলামের সভাপতিত্বে গণশুনানীতে বিভিন্ন জেলার দুই শতাধিক কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।