ফুলবাড়ীয়ায় পারিবারিক মামলার সাজাপ্রপ্ত পলাতক আসামি আবদুল লতিফ (২৮)কে সোমবার রাতে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতঃ আবদুল লতিফ উপজেলার নাঁওগাঁও গ্রামের নওশের আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এ. এস. আই. আমিনুল ইসলাম, সঙ্গীয় ফোর্স নিয়ে নাঁওগাঁও থেকে গ্রেফতার করে।
ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, গ্রেফতারকৃত সাজাপ্রপ্ত আবদুল লতিফ পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।