জামালপুর শহরের বাইপাস রোডে লেগুনার ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গত ২৬আগষ্ট সোমবার দুপুরে শহরের বাইপাস রোডের কাজীর আখ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওইদিন জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের কাজীর আখ মোড়ে একটি ভ্যানগাড়ী রাস্তা অতিক্রম করার সময় জামালপুর থেকে মেলান্দহগামী একটি দ্রুতগামী লেগুনা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক হাসু (৫০) গুরুতর আহত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে হাসুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত ভ্যান চালক হাসু (৫০) জামালপুর পৌর এলাকার যোগীরঘোপা গ্রামের আলমের ছেলে।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লেগুনাটি জব্দ করলেও লেগুনার চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে জামালপুর সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি তদন্ত) রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।