জামালপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক গত ২৬ আগস্ট বিকালে যোগদান করেছেন। তিনি ঢাকা থেকে জামালপুর জেলার প্রবেশ পথে পৌছালে ঘোড়াধাপ এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম তাকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জামালপুর সার্কেট হাউজে তিনি উপস্থিত হলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কবীর আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাজীব কুমারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবাগত জেলা প্রশাসক যোগদানের পর তিনি ওইদিন বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের কাছে জানান, আজ আমি জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করছি। আগামি দিনে জেলার উন্নয়নে কাজে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
জানা যায়, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের জন্মস্থান কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশিদল গ্রামে। তার পিতার নাম হাজী মোঃ আবদুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রাণালয়ের (পদকপ্রাপ্ত) উপসচিব ছিলেন।
উল্লেখ যে অতিসম্প্রতি জেলা প্রশাসক আহমেদ কবীরের বিরোদ্ধে তার অফিসের এক নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ভাইরাল হলে গত ২৫আগষ্ট তাকে ওএসডি করা হয় তদস্থলে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের (পদকপ্রাপ্ত) উপসচিবকে নবাগত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।