নোয়াখালীর সেনবাগে নিরাপদ বাড়ি নির্মানে ও গুনগত মানসম্পন্ন পণ্য (রেড’র) প্রয়োজনীয় ব্যবহার বিষয়ক এক গ্রাহক সমাবেশ সোমবার রাতে সেনবাগ উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রড় উৎপাদনকারী প্রতিষ্ঠান বি.এস.আর.এম ষ্টিল মিলের উদ্যোগে ওই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিহ হয়। কোম্পানীর প্রকৌশলী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই গ্রাহক সমাবেশে রড় সহ বি.এস.আর.এম ষ্টিল মিলের উৎপাদিত বিভিন্ন পণ্যের বিষয়ে উপস্থিত গ্রাহকদের সামনে ফাওয়ার প্লে প্রজেক্টরের মাধ্যমে উপস্থান করেন- কোম্পানীর প্রকৌশলী সামছুউদ্দিন প্রিন্স ও রিজিওয়নাল চট্টগ্রাম ম্যানারজার আলতার হোসেন চৌধুরী ফারভেজ। এ সময় গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। পরে উপস্থিত গ্রাহকদের ডিনার পার্টি ও র্যাফেল- ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ৯ জন গ্রাহকের হাতে মোবাইলফোন, আয়রণ (ইস্ত্রিী) ও হটপট তুলে দেন কোম্পানীর লোকজন।
ওই সমাবেশে ব্যবষায়ী,প্রকৌশলী,সাংবাদিক,ঠিকাদার, গ্রাহক ক্রেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে।