কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের মধ্যভাগলপুর গ্রামের খাঁবাড়ির মৃত আঙ্গুর মিয়ার ইয়াবা খুর ছেলে রাসেল মিয়া (৪০) কে গতকাল মঙ্গলবার দুপুরে আটক করেছে। ইয়াবা খুর রাসেল একই এলাকার যুবলীগ নেতা মনির মিয়া (৪২) কে খুর দিয়ে সমস্ত শরীরে আঘাত করেছে বলে পুলিশ নিশ্চিত করেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা যুবলীগ নেতা মোঃ মনির মিয়া (৪২) কে আশংকাজনক অবস্থায় বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।