ছাদ ভেঙ্গে ঘুমন্ত রোগী আহত হওয়ার পর বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবন হতে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে। পরিত্যক্ত ঘোষণার পরে রোগীদের সরিয়ে হাসপাতালের পোস্ট অপারেটিভ ব্লকে এনে রাখা হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন ঘুমন্ত রোগী আঃ মান্নান মীর (৮৫) আহত হন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বেলফার হোসেন জানান, ১৯৮২-৮৩ অর্থ বছরে ৩১ শয্যার এই ভবনটি নির্মিত হয়েছিল। জরুরী সংবাদ পেয়ে রবিবার স্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী (এইচইডি) মোঃ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করার পরে ৩১ শয্যার পুরাতন ভবনটি পরিত্যাক্ত ঘোষিত হয়।
হাসপাতাল সূত্র আরো জানায়, কচুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ প্রথম শ্রেনীর ২৯টি পদের মধ্যে ২২টি পদই খালি রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার পর ১৩ বছর পেরিয়ে গেলেও পায়নি পূর্ণাঙ্গ রূপ। আগের লোকবল দিয়ে চলছে ৫০ শয্যার এ হাসপাতাল। যে ৭ জন ডাক্তার আমাদের আছেন তাদের মধ্যে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুরুল আলম বর্তমানে আছেন মক্কা শরীফে হজ্জ যাত্রীদের মেডিকেল টিমে দায়িত্ব পালনে, ১জন মেডিকেল কর্মকর্তা কচুয়ায় চাকরি করলেও তিনি কচুয়ার পরিবর্তে প্রেষণে দায়িত্ব পালন করেন মোল্লারহাট হাসপাতালে, অন্য একজন কচুয়ায় জুনিয়র কনসালটেন্ট গাইনী পদে লোক আছে, তবে তিনি কচুয়ার পরিবর্তে প্রেষণে দায়িত্ব পালন করেন বাগেরহাট সদর হাসপাতালে। এ প্রসঙ্গে কচুয়ার একজন সংস্কৃতিকর্মী রসিকতার সুরে বলেন, ‘ডিম পাড়ে হাসে, খায় বাঘডাসে (বাঘডাসাকে কেউ বলেন বাঘের ছোট বাচ্চা, কেউ বলেন বনবিড়াল)।’ চিকিৎসক সংকটের কারণে কচুয়া হাসপাতাল হতে অধিকাংশ সময় রোগীদের বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয় বলে ভুক্তভোগীরা জানান। অন্য যে ৪জন ডাক্তার সাহেব আছেন তাদেরও সার্বক্ষনিক পাওয়া যায়না বলে এলাকাবাসী জানান।
২০০৫ সালের ১২ এপ্রিল কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। সরকারীভাবে বরাদ্দকৃত ১৬৩টি পদের মধ্যে ১০২টি পদে লোক আছে, বাকী পদই রয়েছে শূণ্য। প্রথম শ্রেনীর ২৯টির মধ্যে ২২টি-ই খালী, দ্বিতীয় শ্রেনীর ২৬টির মধ্যে ৩টি, তৃতীয় শ্রেনীর এবং চতুর্থ শ্রেনীর অনেক পদ শূণ্য রয়েছে। পুরাতন এম্বুলেন্সটি পরিবর্তন করে আমাদের সংসদ সদস্য মহোদয় নতুন একটি এ্যাম্বুলেন্স দিলেও তা চালকের অভাবে আছে পরে। ফলে কচুয়ার লক্ষাধিক মানুষ যথাযথ স¦াস্থ্যসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্টোরকিপার পদটি দীর্ঘদিন যাবৎ খালী থাকায় হাসপাতালটিতে সাসাবিধ সমস্যা হচ্ছে। ভূক্তভোগীরা জানান, রোগীদের মতো রুগ্ন অবস্থা এক্সরে মেশিন ও প্যাথলজি ব্যবস্থাপনার। চিকিৎসক সংকটের কারণে চলছে না অপারেশন। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম শ্রেনীর গুরুত্বপূর্ণ শূণ্য পদগুলো হচ্ছে- আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট- শিশু, গাইনী, চক্ষু, মেডিসিন, শৈল্য, এ্যানেসথেসিয়া, অর্থো, কার্ডিওলজি, ইএনটি, চর্ম ও যৌন। মঘিয়া ও গোয়ালমাঠ উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য দুইজন মেডিকেল অফিসার, প্যাথলজিষ্ট, এ্যানেসথেটিষ্ট, মেডিকেল কর্মকর্তা (আয়ুর্বেদিক) এবং গজালিয়া, ধোপাখালী, কচুয়া সদর, গোপালপুর, বাধাল ইউনিয়নের প্রতিটিতে একজনসহ মোট সাতজন সহকারী সার্জন। কচুয়া উপজেলার সাতটি ইউনিয়নে ১২টি কমিউনিটি ক্লিনিক।