কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার সকাল ১০টায় মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আাহমেদ মামুন,বিশেষ অতিথি থেকে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া,এসিল্যান্ড মোঃ আজগর আলী, শিক্ষক ফরহাদ আলী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরবিন্দু পাল, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বিজিবি কোম্পানি কমান্ডার সুবোদ কুমার পাল, এস,আই, আরিফুল হক, চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, আশরাফুল ইসলাম (মুকুল),জামিরুল ইসলাম বাবু, শাহ আলমগীর।সভায় মাদকের ভয়াবহতায় উদ্যেগপ্রকাশ করা হয়।আয়োজিত সভায় শিক্ষক, সাংবাদিক, কাজী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।