কুষ্টিয়ার দৌলতপুরে একমি ল্যাবরেটরীজ লিঃ এর উদ্দোগে সোমবার বেলা ১১টায় গ্রাম ডাক্তারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কমরেড মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্র রাখেন একমির রিজিওনাল কর্মকর্তা ফাইম ফয়সাল, এমপিও শামীম আহমেদ,বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দৌলতপুর শাখার সহসভাপতি ডাঃ হেলাল উদ্দীন, সেক্রেটারী ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), ডাঃ ওয়ালি ্্্উল্লা, ডাঃ শাহাবুল ইসলাম। এ কর্মশালায় উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়। এতে ডেঙ্গু রোগের উপর আলোক পাত করা হয়।