সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ দিরাইয়ে ব্যস্থতম দিন অতিক্রম করেছেন। সোমবার তিনি দিরাই উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা, সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উত্তম কুমার দাসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন, দিরাই উপজেলায় এবং তাড়ল ইউনিয়নে গণশুনানি, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগী সদস্যদের সাথে উঠান বৈঠক, তাড়ল ইউনিয়নের ধলচান্দপুর কমিউনিটি ক্লিনিক দর্শন, দিরাই থানা পরিদর্শন করেন।
দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিরাই উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। মতবিনিময় সভায় দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত দেবসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পর সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন জাহিদপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উত্তম কুমার দাস এর মৃতদেহ বহনকারী গাড়ি দিরাই উপজেলায় পৌছলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, জেলা প্রশাসন সুনামগঞ্জের পক্ষে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেনা জানান। এ সময় দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত দেব, ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলসহ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেবা প্রত্যাশী জনগণের শুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন ধল গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠক করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় তিনি সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সমিতির সার্বিক খোঁজখবর নেন। উঠান বৈঠকে দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দিরাই উপজেলাধীন তাড়ল ইউনিয়নের ধলচান্দপুর কমিউনিটি ক্লিনিক দর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় তিনি উপস্থিত চিকিৎসা সেবাপ্রত্যাশী লোকজনের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবার প্রদানের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় দিরাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিরাই থানা পরিদর্শন করেন জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদে সেবাপ্রত্যাশী জনগণের গণশুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় তিনি সেবাপ্রত্যাশী জনসাধারণের চাহিত সেবা দ্রুততম সময়ের মধ্যে প্রদানের জন্য ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্টদের অনুরোধ করেন। গণশুনানিকালে দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণশুনানি শেষে জেলা প্রশাসক মহোদয় তাড়ল ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।