আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক স¤্রাট ফজলুর রহমান ওরফে গডেলসহ ৩ আসামি গ্রেফতার করেছে। সোমবার (২৬ আগষ্ট) আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
এএসআই শাহ জামাল ও এসআই বিজন কুমার সরকার অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবাসহ তেঁতুলিয়া গ্রামের মোন্তাজ সানার পুত্র মাদক স¤্রাট ফজলুর রহমান গোল্ডেন ও খরিয়াটি গ্রামের সাফের গাজীর পুত্র সিরাজুল ইসলামকে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় ৩২(০৮)/১৯ মামলা রুজু করা হয়েছে। আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় থানার নিয়মিত ৩৩(৮)/১৯ মামলার আসামি গোয়ালডাঙ্গা গ্রামের মোস্তফা সরদারের পুত্র আল-আমিন সরদারকে গ্রেফতার করেন।