আশাশুনি সদরের ভাঙ্গা বিল জমি উদ্ধার কমিটি হারির টাকা ও জমি বুঝে পাওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি পেশ করেছেন। সোমবার (২৬ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপি সূত্রে জানাগেছে, ১৯৯৫ সালে জলোচ্ছ্বাসের সময় বলাবাড়িয়া ৬ ফোঁকড়ের স্লুইচ গেটসহ পাউবো’র বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছিল। ১৯৯৮ সালে ৬০০ বিঘা ফসলি জমি বাদ (নদীতে পাশে) রেখে রিং বাঁধ নির্মান করা হয়। ২০০০ সালে খুলনা সামুদ্রিক চিংড়ী প্রকল্পের মালিকদের সহায়তায় মূল বাঁধটি সংস্কার করা হয়। চুক্তি মোতাবেক ২০১২ সাল পর্যন্ত সংস্থাটি জমির মালিকদের হারি দিয়ে মাছ চাষ করে চলে যায়। এরপর স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ভাগে বিভক্ত করে জমি দখলে নিয়ে মাছ চাষ শুরু করেন। অনেক জমির মালিক তাদের জমির দখল বা হারির টাকা থেকে বঞ্চিত হয়। জমির মালিকদের আবেদনের প্রেক্ষিতে এ বছর (২০১৯) জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি মাপ জরিপের মাধ্যমে জমির সীমানা ও মালিকদের চিহ্নিত করেন। কিন্তু অদ্যাবধি জমির দখল ও হারির টাকা না পাওয়ায় জমির মালিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তার হাতে স্মারক লিপি তুলে দেন। উপস্থিত জমির মালিকরা জানান, দ্রুত বিষয়টি সমাধান না হলে বিশৃংখলা সৃষ্টি ও শান্তিভঙ্গের সম্ভাবনা বিরাজ করছে।