আশাশুনি উপজেলার কাদাকাটিতে পৃথক দু’টি বাঁধ কেটে পয়ঃ নিস্কাশনের প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বাঁধ অপসারণ করা হয়।
বৃষ্টির পানি নিস্কাশনের পথ বাঁধ দিয়ে বন্ধ করে রাখায় কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ জলমগ্ন হয়ে পড়ে। ফলে স্কুলের শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ চরম ভাবে অসহায় হয়ে পড়ে। একই সাথে দলুয়ারাবাদ খালের মুখে বাঁধ দিয়ে পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফলে এলাকার ৩০/৪০ ঘর মানুষ জলমগ্ন হয়ে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজাকে অবহিত করা হলে তার নির্দেশে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার ও দরগাহপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শ্যামল কান্তি অধিকারী সেখানে উপস্থিত হয়ে বাঁধ কেটে দিয়ে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করেন। সাথে সাথে পানি নেমে গেলে এলাকার পরিবেশ ফিরে আসে। এ সময় মোতাহার হোসেন সজল, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি গোলাম রাব্বী, বিদ্যুৎ, হারুনর রশিদ, শাহিনুর, ইমরানসহ বহু ব্যক্তি উপস্থিত ছিলেন।