জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭) অনুষ্ঠানের প্রস্তুতি সভা আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, প্রভাষক ম মোনায়েম হোসেন, দীপঙ্কর কুমার সরকার দিপ, আঃ আলিম মোল্যা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল ইসলাম খোকন, সরকারি কর্মকর্তা ডাঃ অরুন ব্যানার্জী, সেলিম সুলতান, কৃষিবিদ রাজিবুল হাসান, সুমনা শারমিন, প্রকৌশলী আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, সোহাগ খান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামি ১ সেপ্টেম্বর হতে খেলা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। খেলায় উপজেলার ১১ ইউনিয়নের ১১টি টিম এবং একটি ক্লাব ফুটবল দল সর্বমোট ১২টি টিম অংশ নেবে। দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও চাপড়া বাস স্ট্যান্ড ফুটবল মাঠে খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।