আশাশুনি উপজেলার দুর্গাপুর গুচ্ছগ্রামের আঃ রহমানের কন্যা বৃষ্টি স্বামী ও শ^াশুড়ির নির্যাতনে হাসপাতালে ভর্তির পর আদালতে মামলা দায়ের করেছেন।
বৃষ্টির সাথে মির্জাপুর গ্রামের জলিল সানার পুত্র নাজমুলের বিয়ে হয়েছিল ৫ বছর আগে। তাদের একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে স্বামী ও শ^াশুড়ি যৌতুকের দাবিতে নানা ভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছিল। সন্তানের দিকে তাকিয়ে বৃষ্টি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে আসছিল। দু’বছর পর নির্যাতন এতটা বেড়ে যায় যে, বাধ্য হয়ে বৃষ্টি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। ভাগ্যক্রমে বেঁচে গিয়ে আবারও স্বামীর সংসারে গিয়ে ওঠে। এরপরও অত্যাচার থেমে থাকেনি। গত ৩ জুলাই তার শ^াশুড়ি ও স্বামী তাকে বেধড়ক মারপিট করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার ভাই, মামা ও খালা জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পি-৩৪৪/১৯ নং মামলা রুজু করা হয়। বিজ্ঞ আদালত মহিলা বিষয়ক কর্মকর্তা আশাশুনিকে তদন্তপূর্ব ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এরআগে থানায় জিডি করা হলে থানার কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান মীমাংসার উদ্যোগ নিলেও তারা মানেননি। সঠিক তদন্ত ও যথাযথ আইনি সহযোগিতা পেতে পারে সেজন্য বৃষ্টি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।