বরিশালের বাকেরগঞ্জের গৃহবধূ নুপুর বেগম হত্যাচেষ্টা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাদের এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে। গতকাল সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পারশিবপুর গ্রামের মৃত আরব আলী দফাদারের পুত্র শহীদ দফাদারের সাথে তার শালি গৃহবধূ নূপুর বেগমের পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরকিয়ার বিষয়টি নুপুরের শ্বশুর আহমেদ আলী জানতে পেরে তাদেরকে নিষেধ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে গত ২০১৭ সালের ৮ জুলাই দুজনে মিলে পরিকল্পিতভাবে আহমেদ আলীকে খুন করে বাড়ির বাগানে ফেলে রাখে। মামলা নং-১২/২০১৬। পরে হাইকোর্টের মিস কেস নং-১৮০৬০/১৮ মূলে ছয় মাসের অর্ন্তবতীকালীন জামিনে মুক্তি পায় শহীদ দফাদার। হত্যা মামলাটি বর্তমানে ডিবি পুলিশের নিকট তদন্তাধীন। এদিকে হত্যা মামলায় জেলে থাকার সুযোগে গৃহবধূ নুপুর বেগম শহীদ দফাদারকে বাদ দিয়ে অন্য একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পরেন। নিহত আহমেদ আলীর ভাগ্নে বাচ্চু হাওলাদার জানান, হত্যাকারী সহিদ দফাদার জামিন নিয়ে এসে মামলার বাদী, স্বাক্ষীসহ শালি নূপুর ও তার সন্তানকে প্রতিনিয়ত খুন জখমের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে শহীদ দফাদার চলতি বছরের ২৬ জুন রাত ১২ টার দিকে তার বাড়ির কাজের লোক হাবিব গাজীকে পাঠিয়ে শালি নূপুর ও তার ছেলে মেয়ে ঘুমিয়েছে কিনা দেখতে পাঠায়। এ ঘটনায় নূপুর বেগম নিজ সন্তানদের জীবনের নিরাপত্তাসহ শহীদ দফাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে শহীদ দফাদার ক্ষিপ্ত হয়ে ২০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে গডফাদার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামের মোক্তার আলী খানের পুত্র পারভেজ কামালের সহযোগীতায় ধারালো চাপাতি নিয়ে নূপুর ও তার সন্তানদের হত্যার উদ্দেশ্যে শ্বাশুড় বাড়িতে যায়। সন্ত্রাসী শহীদ দফাদারকে দেখতে পেয়ে নূপুর বেগম ভয়ে ঘরের খাটের নিচে পালানোর চেষ্টা করলে সে দরজা বন্ধ করে তাকে চাপাতি দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। রক্তাক্ত নুপুর বেগম অজ্ঞান হয়ে পরলে মৃতভেবে চলে যায়। বাড়ির অন্যান্য লোকজন এসে আহত নূপুরকে ঘরের ভিতর থেকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। তার চিকিৎসাকার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার নুপুরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। আহত নূপুরের স্বামী শহীদ হাওলাদার সাংবাদিকদের জানান, সন্ত্রাসী শহীদ দফাদার আমার বাবাকে খুন করেও ক্ষান্ত হয়নি। জামিনে মুক্তি পেয়ে সে আমাকে হত্যা করবে বলে হুমকি দিতে থাকে। তার ভয়ে আমি বাড়ি ছেড়ে ঢাকায় চলে যাই। এ সুযোগে সে আমার স্ত্রী নূপুরকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর আহত করেছে। এ ঘটনার সাথে স্থানীয় সাবেক ইউপি মোস্তফা মৃধার ভাই মিন্টু মৃধার কোন সম্পৃক্ততা নেই। শহীদ দফাদার একাই তার স্ত্রী নুপুর বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন। মানবাধিকার কর্মী নুরুন্নাহার কাজল জানান, এলাকার একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে তার স্ত্রীর হত্যা চেষ্টা মামলার সাথে সমাজসেবক মিন্টু মৃধাকে ফাঁসাতে চাইছেন। তিনি আদৌ এ হত্যা চেষ্টার সাথে জড়িত নয়। এলাকাবাসী তদন্তপূর্বক প্রকৃত অপরাধী শহীদ দফাদারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।