কুষ্টিয়ার ট্রেন লাইনের স্লিপার নষ্ট, নাট-বোল্ট নেই অনেক স্থানেই। কর্তৃপক্ষের বিষয়টি নজরে না আসলেও এসেছে কয়েকটি শিশুর নজরে। নষ্ট পঁচা স্লিপারের কারণে লাট বল্টু খুলে লাইনের জোড়ন অংশ অনেকটা ক্ষতিগ্রস্থ হয়ে।
মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া নামক স্থানে রেল লাইনের পাশেই সোমবার (২৬ আগস্ট) সকালে খেলা করছিলো কয়েকটি স্থানীয় শিশু। তারা লক্ষ করে যে রেল লাইনের স্লিপার নষ্ট হয়ে গেছে। নাট-বল্টু খুলে গেছে। জোড়া অংশ অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তখনই শিশুরা দৌড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ রেল লাইনের অদুরে নীচের খালে নিজের পাট ধোয়ার কাজ করছিল স্থানীয় সাবেক ইউপি সদস্য জিলানী মন্ডল। শিশুদের মুখে রেল লাইনের কথা শুনে ছুঁটে আসেন তিনি।
জিলানী রেল লাইনের এ অবস্থা দেখে ছেলেদের বাড়ীতে গিয়ে দ্রুত লাল কাপড় আনতে বলে। এবং রেল লাইনের উপরে লাল কাপড় দিয়ে ঝুঁকিপূর্ণ হিসাবে নির্দেশনা দেয়।
এদিকে কিছুক্ষন পরেই মিরপুর ষ্ট্রেন থেকে ক্ষতিগ্রস্থ লাইন দিয়ে খুলনা অভিমুখি একটি মালবাহী ট্রেনকে আসতে দেখে। এ সময় জিলানী লাল কাপড় দেখায় এবং রেল লাইনে লাল সংকেত দেখে মালবাহী ট্রেনের ড্রাইভার সকাল ৮টা ২৩ মিনিটের সময় গাড়িটি ক্ষতিগ্রস্থ স্থানের আগেই থামিয়ে দেয়। পরে ড্রাইভার ট্রেন থেকে নেমে ক্ষতিগ্রস্থ রেললাইন দেখে বিশ্মিত হন ও জিলানী মন্ডলসহ উপস্থিত বাচ্চাদের ধন্যবাদ জানান।
পরে ট্রেনের ড্রাইভার মুঠোফোনে সংশ্লিষ্ট রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে এক ঘন্টার বেশি সময় পর সর্বনিম্নগতিতে ক্ষতিস্থানটি অতিক্রম করে খুলনা অভিমুখে যাত্রা করে।
সাবেক ইউপি সদস্য জিলানী মন্ডল জানান, আমি বিলে পাট ধোয়ার কাজ করছিলাম। কয়েকটি বাচ্চা গিয়ে আমাকে বললে রেল লাইন অনেকটা ভেঙ্গে গেছে। আমি গিয়ে দেখি স্লিপার নষ্ট হয়ে নাট-বল্টু খুলে গেছে। সেই সাখে জোড়ার স্থান অনেকটা সরে গেছে। যা ট্রেন গেলেই দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমি বাচ্চাদের বাড়ী থেকে লাল কাপড় আনতে বলি এবং একটি মালগাড়ীকে থামায়। পরে ড্রাইভার দেশে শুনে খুবই সতর্কতার সাথে চলে যায়। জোরে গেলে হয়তো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো।
তবে স্থানীয়দের অভিযোগ রেল লাইনের স্লিপার গুলো অনেক পুরাতন হয়ে গেছে। সেই সাথে নাট-বল্টুও খুলে গেছে। একটা নাট আছে তো দুই টা নেই। এভাবেই দিনের পর দিন ঝুঁকি নিয়েই ট্রেন চলাচল করে। কর্তৃপক্ষ প্রায়ই মেরামত করে তবে তেমনই থেকে যায়।
পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-১ মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-পোড়াদহ ষ্ট্রেশনের মাঝামাঝি রেল লাইন অনেক পুরাতন হওয়ায় এক স্থানে হালকা সরে যায়। বিষয়টি আমাদের নজরে আসার পরে আমরা লোক পাঠিয়ে দেখি সেটা খুবই সামান্য। তারপরেও খুব সাবধানে আমরা মালবাহী ট্রেনটিকে স্থানটি অতিক্রম করায়। এবং সেই সাথে ওই স্থানটি ট্রেন চলাচলের যোগ্য হিসাবে সংস্কার করা হয়েছে। এ ঘটনায় কোন ট্রেনের সিডিউল বিপর্যয় বা কোন ট্রেনকে লেট করতে হয়নি।