খুলনার দাকোপে চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙ্গনে ঐতিহ্যবাহী পোদ্দারগঞ্জ বাজারসহ পল্টনের উঠানামার পথ সম্পূর্ণ বিলিন হতে চলেছে। ভাঙ্গনের কারণে নদীর তীরবর্তী ওই এলাকার ২০০৫ সাল থেকে প্রায় ১৫টি বসতি দোকান ঘর নদীতে বিলিন হয়েছে।
সরেজমিনে ঘুরে জানা যায় উপজেলা সদর চালনা বাজারের কোল ঘেঁষে উত্তর-দক্ষিন বয়ে গেছে চুনকুড়ি নদী। পানি উন্নয়ন বোর্ডের ৩৩ নম্বর পোল্ডারে ওয়াপদার বেড়িবাঁধের চুনকুড়ি নদীর পূর্ব তীরে অবস্থিত ছিল পোদ্দারগঞ্জ বাজার, এখানে ৫০টি দোকানসহ প্রায় শতাধিক পরিবারের বসবাস। এ নদীতে সারা বছরই চলে খরস্রোতা ও ভয়াবহ ভাঙ্গন। অব্যাহত এ নদী ভাঙ্গনে চুনকুড়ি খেয়াঘাট থেকে শুরু করে দাকোপ খেয়াঘাট পর্যন্ত প্রায় ৫ থেকে ৬ কিঃমিঃ ওয়াপদা বেডিবাঁধ সম্পর্ণ নদীগর্ভে বিলিন হওয়ার পর পূনরায় একাধিক বার এলাকার ভিতর দিয়ে নতুন বেডিবাঁধ নির্মান হওয়ায় পোদ্দারগঞ্জ বাজারের অর্ধেকাংশ অথাৎ ৫০ বিঘা জমি নদীতে বিলিন হয়েছে। স্থানীয়রা নিজেদের রক্ষার্থে বাড়ির পশ্চিম পাশ অর্থাৎ নদীর তীর দিয়ে একটি মধ্যম বেড়িবাঁধ নির্মান করেন। পূনরায় ভাঙ্গনের কারণে একাধিক পরিবার এলাকার অন্যান্য জাগায় চলে যায়। বর্তমানে লাগাতার ভাঙ্গনে পোদ্দারগঞ্জ এলাকা খোকন মন্ডল, মেঘনাথ মন্ডল,অঙ্গদ বিশ্বাস, মুরারী সরকার, গোপাল সরদার, হিমাংশু শীল, আশিষ রায়, ডাঃ শ্যামাপদ মন্ডল,উৎপল রায়, মৃতুঞ্জয় সরদার,অসিত রায়ের দোকানসহ প্রায় ৩০টি দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। ঘরগুলি যখন তখন নদী ভাঙ্গন ও ¯্রােতের তোড়ে ভেসে যেতে পারে। ভূক্তভোগীরা যতদ্রুত সম্ভব পোদ্দারগঞ্জ বাজার এবং ফেরীঘাটটি রক্ষা করার ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন
দাকোপ ইউপি সদস্য ও পোদ্দারগঞ্জ বাজার কমিটির সভাপতি সঞ্জয় কুমার জোয়াদ্দার ও দূর্গাপদ রায় বলেন দীর্ঘদিন ধরে দাকোপ ও বাজুয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ এই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মিটিয়ে আসছে। বর্তমানে বাজারটি স্থানান্তরের পরও কয়েকটি পরিবার নতুন ওয়াপদা বেড়িবাঁধের বাইরে পড়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। অতিশিঘ্র নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা করলে ঐতিহ্যবাহী বাজারসহ বসতভিটাগুলি রক্ষা করা সম্ভব।
দাকোপের ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন, বাজারটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। এ বাজারে ব্যবসা করে চলে শতাধিক পরিবারের ভরণ পোশন। স্থানীয় কৃষকরা তাদের কাঁচামাল এ বাজারে বিক্রয় করার সুযোগ পায় তাই যেকোনো মূল্যে বাজারটি রক্ষা করা দরকার। দাকোপ ইউপি পরিষদ বাজারটি নদী ভাঙ্গন থেকে রক্ষার করার জন্য সকল চেষ্টা করে যাচ্ছে।