গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম সহ বন প্রহরীরা ঢাকা-আরিচা মহা সড়কের নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে সোমবার সকালে একটি ট্রাকসহ ২২৬পিচ অবৈধ গজারি বল্লী জব্দ করেছে।
বন বিট অফিস সূত্রে জানা যায়,গোপন সংবাদের মাধ্যমে অবৈধ গজারি বল্লী নিয়ে একটি ট্রাক ধামরাই নয়ারহাট হয়ে ঢাকার দিকে যাবে।এমন সংবাদের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় অঞ্চল বন সংরক্ষক মুনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ইউছুফ মিয়ার নির্দেশে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলামের নেত্বতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট (২০-৪৭৫৬)একটি ট্রাকসহ ২২৬পিচ অবৈধ গজারি বল্লী জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫লক্ষ টাকা। ট্রাক চালক এবং সহযোগিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এছাড়াও (২৩.০৮.১৯)গত শুক্রবার ঢাকা জেলার ধামরাই কালামপুর থেকে ৩০০ পিচ অবৈধ গজারি কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে যার বর্তমান বাজার মূল্য ৪ লক্ষদিক টাকা হবে।এব্যপারে কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন,উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে সরকারি বনের জমি রক্ষা করা জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি।এছাড়াও যতদিন এ দায়িত্বভার আমি পালন করব তত দিন সততা, ন্যায় ,নিষ্ঠার সাথে কাজ যাব।