পিরোজপুরের ইন্দুরকানীতে রাতের আঁধারে খালে বিষ ঢেলে মাছ শিকার করেছে দূর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের স্বনির্ভর খালে বিষ ঢেলে মাছ শিকার করে দূর্বৃত্তরা। এতে মারা পড়ে লাখ লাখ চিংড়ির রেণু পোনা।জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের খালেক গাজীর বাড়ি হইতে খেজুরতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে স্বনির্ভর খালে বিষ ঢেলে মাছ শিকার করে নেয় দূর্বৃত্তরা। সোমবার সকালে বিষয়টি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এ সময় তারা চিংড়ি মাছ ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা খালে ভাসতে দেখেন।
স্থানীয় ইউপি সদস্য মাহামুদুর রহমান সোহেল ও ফয়সাল মোর্শেদ কিসলু জানান, এভাবে প্রায়ই এ ইউনিয়নের বিভিন্ন খালে কিছু অসাধু চক্র রাতের আঁধারে বিষ ঢেলে লক্ষ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এতে বিভিন্ন ধরনের মাছের পোনা মারা পড়ে বলে তারা জানান।