সাতক্ষীরার কলারোয়ায় ব্যতিক্রম ভাবে জনগণের মনে সাড়া দিতে ঢোল তবলা, লিপলেট, ফেষ্টুন, ব্যানার ও হাতি নিয়ে “সচেতন হোন, সুস্থ থাকুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এই স্লোগান নিয়ে শত শত জনতা একটি র্যালী করেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সচেতনা র্যালীটি করা হয়। দেশে ডেঙ্গু মশায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে ঠিক তখনই হেলাতলা ইউনিয়ন পরিষদ তাদের নিজেদের অর্থয়ানে এলাকাবাসীকে সচেতনতা বৃদ্ধির লক্ষে এগিয়ে আসেন। সকাল থেকে এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সচেতনতা র্যালী করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান-ডেঙ্গুর কোন ভ্যাক্সিন নেই। তাই ডেঙ্গু জ¦র প্রতিরোধের মূলমন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। এ রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিস মশা প্রতিরোধ করা। তার জন্য তিনি তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯৪ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিয়েছেন। আগামি ৩দিন ধরে তারা ডোর টু ডোর যাবেন। এ সময় তারা প্রতিটি বাড়ীর আঁশ পাশে স্প্রে করবেন। সপ্তাহ ব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। এসময়ের মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নেও সচেতনতা বৃদ্ধির লক্ষে হ্যান্ডবিল, ফেষ্টুন ও লিপলেট বিতরণ করা হবে। এই র্যালীতে সহযোগীতা ও অংশগ্রহণ করেন-ইউপি সদস্য সারজিনা খাতুন, নাছিমা খাতুন, মমতাজ খাতুন, আ: ছাত্তার, আমিরুল ইসলাম, সোহরাব হোসেন, আসাদুজ্জামান আসাদ, মোখলেছুর রহমান, আবদুস ছাত্তার, আসলাম হোসেন দুলাল, শেখ খায়রুল ইসলাম, মাজেদ আলী মোড়লসহ এলাকার শত শত জন সাধারণ। এদিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ডেঙ্গু সচেতনতা র্যালী জেলাব্যাপি আড়োলন সৃষ্টি হয়েছে।