আমতলীতে বেড়েই চলছে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৬ দিনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ রোগী ভর্তি হয়েছেন। ইতোমধ্যে ৩৪ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাড়ী ফিরেছেন। বর্তমানে ৬ জন রোগী আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, এ মাসের শুরু থেকে সোমবার পর্যন্ত ২৬ দিনে ৪০ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগী আমতলী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৪ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ী ফিরেছেন। বর্তমানে ৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার হাসপাতালে ওমর আলী ও আলিফ নামের দুই শিশু ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন জ¦রে আক্রান্ত রোগীরা বর্হিবিভাগে চিকিৎসা নিয়ে সরকারীভাবে এনএস-১ পরীক্ষা করে ডেঙ্গু জ¦র সনাক্ত হলেই হাসপাতালে ভর্তি দেয়া হচ্ছে এমনটাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আমতলী পৌরসভার একে স্কুল এলাকার শিশু আলিফের বাবা জাকির মোক্তার বলেন, ডেঙ্গু জ¦রে আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। ওইমত চলছি।
ওমর আলীর বাবা হারুন গাজী বলেন, ঢাকা থেকে জ¦র নিয়ে বাড়ী এসেছে শিশু ওমর আলী। পরে তালতলী একটি ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু জ¦র শনাক্ত হওয়ায় আমতলী হাসপাতালে ভর্তি করেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, বর্হিবিভাগে জ¦র নিয়ে রোগীরা আসলেই হাসপাতালে সরকারীভাবে এনএস-১ পরীক্ষা করা হয়। পরে ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এ পর্যন্ত হাসপাতালে ৪০ জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।