নুসরাত ফারিয়াই শাকিব খানের বেঁচে থাকার প্রথম কারণ! আর বলছেন এভাবে, ‘ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ’। আর তা গানে গানে। এই জুটির ছবি ‘শাহেনশাহ’তে থাকছে এটি। গানটির শিরোনাম ‘ও প্রিয়া’। শাকিবের মতে, এটাই ছবির অন্যতম রোমান্টিক গান। গত রোববার এটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। ফারিয়া বলেন, ‘গানটির দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডে। মূলত এর মাধ্যমে ছবির কাজ শুরু হয়। ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খান ও নুসরাত ফারিয়াশাকিব খান বলছেন, নুসরাত ফারিয়াই তার বেঁচে থাকার কারণ! আর বলছেন এভাবে, ‘ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ’। আর তা গানে গানে। এই জুটির ছবি ‘শাহেনশাহ’তে থাকছে এটি। গানটির শিরোনাম ‘ও প্রিয়া’। শাকিবের মতে, এটাই ছবির অন্যতম রোমান্টিক গান। গত রোরবার এটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। ফারিয়া বলেন, ‘গানটির দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডে। মূলত এর মাধ্যমে ছবির কাজ শুরু হয়। ‘ও প্রিয়া’ গানটি লিখেছেন ও সুর করেছেন লিংকন। এতে কণ্ঠ দিয়েছেন অশোক ঘোষ। শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খান ও নুসরাত ফারিয়াপ্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, আগামি ৪ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন রোদেলা জান্নাত, উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ডন প্রমুখ।