ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জয়নাল আবেদিন (৯০) নামের এক বৃদ্ধকে একঘরে করার ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে থানা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সূত্রপাত ঃ মসজিদের প্র¯্রাবখানা ও ল্যাট্রিনে চাবিকে কেন্দ্র করে কথা কাটাকাটি পর ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের ৯০ বছরের বৃদ্ধ জয়নাল আবেদীনসহ তার পরিবারের নামাজ পড়া নিষেধ করে দিয়েছে মসজিদ কমিটি। শুধু নামাজ পড়া নয়, ওই পরিবারের সঙ্গে কেউ কথা বললে এক হাজার টাকা জরিমানার ঘোষণা দিয়ে মসজিদ কমিটি সামাজিকভাবে একঘরে করে রেখেছে গত শুক্রবার থেকে ১৫ সদস্যের পরিবারকে।
মরজিদ কমিটির সধারন সম্পাদক সাইদুর রহমান কাঞ্চন বলেন, মরজিদে উপস্থিত মুসল্লীগণ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন বৃদ্ধার বিরুদ্ধে। বৃদ্ধার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গুলো তার বয়সের কথা বিবেচনা করে ক্ষমা করা হয়েছে।পরবর্তীতে এই ধরনের অপরাধ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে। রেজুলেশন করা হয়েছে মরজিদের সামনে জায়গায় গরু দিয়ে পরিবেশ নষ্ট করলে ১হাজার টাকা জরিপানা করা হইবে। নামাজ পড়া নিষেধ তার সাথে কথা বললে ১হাজার টাকা জরিপানা কথাগুলো সঠিক নয়।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন বলেন, একঘরে রাখার বিষয়টি সম্পূর্ণ সত্য নয় আমি গত ২৩-০৮-১৯ তারিখ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ জয়নালের ছেলেদের সাথে নিয়ে মসজিদে আসরের নামাজ আদায় করেছি।
শনিবার ২৪-০৮-১৯ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, বৃদ্ধা জয়নাল আবেদিনকে সাথে নিয়ে গ্রামে মজিরদে নিয়ে নামাজ পড়ি। অপরদিকে ফুলবাড়ষ্টিয়া থানার কর্মকর্তা ইনচার্জ ফিরোজ তালকদারের নির্দোশনায় এ.এস আই নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শ করেছেন।