বিরল রোগে আক্রান্ত ফরিদা বেগম বাঁচতে চায়। ফরিদা চিতলমারী উপজেলার সীমান্তবর্ত্তী নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি মোক্তার মিয়ার স্ত্রী। জন্ম কালিন তার এই বিরল রোগটি হয়। টিউমার জাতীয় এ রোগটির জন্য স্থানীয় ভাবে চিকিৎসা করেও কোন সুফল না আসায় তা ধীরেধীরে বড় আকার ধারন করে। অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারেননি ফরিদা। সাধ্যমত নাজিরপুর,বরিশাল,ঢাকাও খুলনা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডাক্তাররা তাকে পরামর্শ দিয়ে বলেন এটি বিরল রোগ; চিকিৎসা খুবই ব্যায় বহুল এবং ঝুঁকিপূর্ণ। ফরিদার সংসারে দুটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তিনি সরকারী ভাবে এ বিরল রোগটির চিকিৎসার দাবি জানিয়েছেন। বর্তমান দৃষ্টিপ্রতিবন্ধি স্বামী এবং তার ভিক্ষার টাকায় অর্ধহারে-অনাহাওে তাদের জীবন চলছে। এমনটাই রবিবার (২৬ আগষ্ট) দুপুরবেলা চিতলমারী সদর বাজারে ভিক্ষা গ্রহন কালে ফরিদা বেগম জানান।