কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর বাজারে গরু মহল সংলগ্ন এলাকায় গত শনিবার সন্ধার দিকে আঁখ নিয়ে দর্কতর্কির একপর্যায়ে আবুল কাশেম মিয়া সহ ৬-৭ জন লোক দক্ষিণ সরারচর গ্রামের মৃত সাচু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৫৫) কে সমস্ত শরীরে ও উরুতে লাথি মারলে গুরুতর আহত হয়। পরে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ দিন রাত ১১ টার দিকে ইয়াছিন মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। আটকৃতরা হলেন, খালেকের ভান্ডা গ্রামের নাফুজ মিয়া ছেলে শামীম মিয়া (২৯) ও একই গ্রামের শাহীন মিয়া (২৪) ও নূর ইসলাম (৬০)। এলাকাবাসী ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, গত শনিবার সন্ধ্যার দিকে আবুল কাশেমের নির্দেশে নুরুল ইসলাম, রতন মিয়া, হায়দার মিয়া, বিল্লাল মিয়া, মির মাসুদ গংরা ইয়াছিন মিয়াকে সমস্ত শরীরে মারধর করলে গুরুত্বর আহত হন। পরে তাকে ঐ দিন রাতে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ৫ঘন্টা পর ইয়াছিন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ব্যাপারে নিহত ইয়াছিন মিয়ার ছেলে রাসেল মিয়া বাদী হয়ে খালেকের ভান্ডা গ্রামের নাফুজ মিয়া ছেলে শামীম মিয়া, একই গ্রামের শাহীন মিয়া, আবুল কাশেম, নুরুল ইসলাম, রতন মিয়া, হায়দার মিয়া, বিল্লাল মিয়া, মির মাসুদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের শেষে গতকাল সোমবার সকালে ইয়াছিন মিয়ার মরদেহ জানাযার শেষে দাফন করা হয়। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, ইয়াছিন মিয়ার খুনের ঘটনায় ৩ জনকে থানায় আটক করা হয়েছে।