গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে কৃষকের গরু চুরির হিড়িক পড়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে গত কয়েক রাতে ৫ জন কৃষকের ৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ঘিঘাট গ্রামের নুরুল ইসলামের দুটি গাভি, মজিবুর রহমানের দুটি ষাঁড়, মফিজ উদ্দিনের একটি দুধালো গাভি, আবদুর রহিমের একটি ষাঁড় এবং একই গ্রামের রঞ্জিতের একটি ধামড়ি গরু রাতের আঁধারে গোয়াল ঘর থেকে চুরি হয়। চুরি হওয়া ৮ টি গরুর আনুমানিক মূল্য ৫ লাখ টাকার অধিক হবে বলে কৃষকরা জানান। এ ঘটনার পর গরু চুরির আতঙ্কে গ্রামের কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন। আবার কেউ কেউ মূল্যবান গরু চুরির ভয়ে বিক্রি করে দিচ্ছে। এ ব্যাপারে কৃষকরা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহযোগিতা কামনা করছেন।