আশাশুনি উপজেলা সদরের দুর্গাপুর গ্রামে জামাতার বাড়িতে হানা দিয়ে মালামাল ও টাকা লুটপাট এবং মেয়েকে উঠিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাথে সাথে বিষয়টি ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে উল্টো মেয়েকে দিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দুর্গাপুর (গুচ্ছগ্রাম) এর মৃত জফেল সানার পুত্র জলিল সানা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরীতে ও বাদী জানান, ৫ বছর আগে তার পুত্রের সাথে মির্জাপুর গ্রামের আঃ রহমানের কন্যা বিউটি ওরফে বৃষ্টির বিয়ে হয়। তাদের ১টি পুত্র সন্তান আছে। পুত্র সন্তান অসুস্থ হলে তাকে নিয়ে বৃষ্টি ১ আগস্ট হাসপাতালে যায়। স্বামী টাকা কম দেওয়াকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মা প্রতিবাদ করে। বিষয়টি তার পিত্রালয়ে খবর দিলে ৩ আগস্ট অবাই, রিপন গাজী, মইনুর, নুরুজ্জামান, মনিরা দলবেধে তাদের বাড়িতে গিয়ে জমি বন্ধকরাখার ২ লক্ষ টাকা, ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, ১০ হাজার টাকার সাংসারিক জিনিসপত্র এবং বউমা বৃষ্টিকে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ ও জিডি করা হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে প্রতিপক্ষ তাদের মেয়েকে ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটি ৩৪৪/১৯ নং মামলা রুজু করেছেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা ও আইন আদালতের সহযোগিতা কামনা করেছেন জলিল সানার পরিবার।