আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামে চাঞ্চল্যকর হত্যার উদ্দেশ্যে মারপিট ও ভাংচুরের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের নামে মামালা দায়ের করা হয়েছে। গুরুতর আহত ৬ জন হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
চেউটিয়া গ্রামের লতিফ সরদারের পুত্র কবির হোসেন খালিয়া মৌজায় ৮বিঘা জমিতে মৎস্য চাষ করেন। কাপসন্ডা গ্রামের সুন্দর আলি মোড়লের পুত্র রমজান, আমিনদ্দীন সরদারের পুত্র খোকা, চেউটিয়া গ্রামের মৃত আমজেদ সরদারের পুত্র নুরুল্লাহ, কাপসন্ডা গ্রামের সাকিল, সাকিব, রাকিব, আলামিন, মিজান, রাকিব, আজিজ, রায়হান, খোকন বিশ^াস, দুর্গাপুর গ্রামের আফছার, কাপসন্ডা গ্রামের রসুল, পিরোজপুর গ্রামের আমিনুর দুর্ধর্ষ সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজী, নাশকতা সৃুিষ্টকারী ও ঘের লুটপাট ও এলাকায় ত্রাসসৃষ্টিকারী হিসাবে পারিচিত। তারাসহ আরও ৮/১০ জন গত ২০ আগস্ট কয়েকটি মটর সাইকেলে কবিরের ঘেরে গিয়ে তার বুকে চাইনিজ কুড়াল ধরে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং ২৪ ঘন্টা সময় বেধে দিয়ে আসে। ২২ আগস্ট কবির ও মিলন সকালে সাতক্ষীরা রওয়ানা হয় এবং কাপসন্ড্ াগ্রামে আমারাত হোসেনের বাড়ির সামনে পৌছলে উপরোক্তরা দলবেধে রাম দা, চাইনিজ কুড়াল, লোহার রড, শাবল, হাতুড়ি, চাপাতী ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করে খুন করার হুংকার দিয়ে আক্রমণ চালায়। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে কবির রক্তাক্ত জখম হন। মিলন ঠেকাতে গেলে তাকেও জখম করা হয়। তারা কোন রকমে পাশের সাত্তার গাজীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও আক্রমনকারীরা অনধিকার প্রবেশ করে। সাত্তার গাজী মৌখিক বাধা দিলে তাকেও বক্তাক্ত জখম করা হয়। এরপর সাত্তারের ভাই সামাদ, স্ত্রী রোকেয়া ও কন্যা ডালিয়া এগিয়ে গেলে তাদেরকেও রক্তাক্ত জখম ও শ্লীলতাহানি ঘটায়। আক্রমনকারীরা সাত্তারদের দু’টি বসতঘর ও ঘরের মালামাল ভাংচুর করে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। স্বাক্ষীদের সহায়তায় গুরুতর আহতদের এম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সামাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়েছে। আহত কবিরের ভাই মহাসিন সরদার বাদী হয়ে থানায় ২৩ নং মামলা রুজু করেছেন।